মামুন হোসাইনঃ চাঁদপুরে অজ্ঞাত এক কিশোরীর লাশ পাইকদি খেয়াঘাট এলাকার ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড বলিয়ারপুর এলাকায় লাশটির সন্ধান পায় পুলিশ।
১১ই ফেব্রুয়ারী শুক্রবার পুলিশ সূত্র জানায়, বিকালে বলিয়ারপুর গ্রামের জনৈক ব্যাক্তি গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে গলিত লাশ দেখে থানায় খবর দেয়। পরে সেখানে গিয়ে দেখা যায় ১৩/১৪ বছর বয়সের ১টি কিশোরী মেয়ের লাশ। যার পড়নে সাদা সেলোয়ার, টিয়ে কালার কামিজের উপর সাদা ফোঁটা ফোঁটা জামা এবং খয়েরি রংয়ের জাম্পার রয়েছে। লাশটি ৮/১০ দিন পূর্বের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১টি কিশোরীর পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করেছি।