মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) হিসেবে আজিজুন্নাহার যোগদান করেছেন। ২৮ই অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যোগদান করেন। এর আগে বিদায়ী সহকারী কমিশনার ভূমি শারমিন আাক্তারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়।
নবাগত সহকারী কমিশনার আজিজুন্নাহার’র যোগদান উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান,ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, একাডেমীক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক নুরুন্নবী নোমান ও এআরডিও কাউসার আলম প্রমূখ।
এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট হিসেবে দীর্ঘ কর্মরত ছিলেন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট আজিজুন্নাহারের স্বামী মেহেদী হাসান, হাজীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট হিসেবে কর্মরত আছেন। তিনি তার আগে জেলা প্রশাসক কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।