মামুন হোসাইনঃ দেশের ঐতিহ্যবাহী সংগঠন কচি-কাঁচার মেলার অংঙ্গ সহযোগী সংগঠন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচা মেলার স্বাধীনতার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে ফরিদগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিশোধে পুস্পঅর্পনের মধ্যে দিয়ে শুরু হওয়া উৎসবের অংশ হিসেবে বিজয় দিবসের বিজয় র্যালি করেন এ ওই দিন কুচকাওয়াজে বাদক দল অংশ নেন নবীন কচি-কাঁচার মেলা।
পরবর্তীতে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে ফরিদগঞ্জ ফিরোজা কলিম একাডেমির মঞ্চে উৎসবের অংশ হিসেবে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় পরের দিন একই মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, জিয়াউদ্দিন আহমেদ, জনতা ব্যাংক নোয়াখালী শাখার জেনারেল ম্যানেজার বিশ্বজিত কর্মকার, জনতা ব্যাংকের সাবেক জিএম এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম সালমা হাসেম মলি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, নবীন কচি-কাঁচার মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, উপ- পরিচালক নূরুন্নবী নোমান, আহসান হাবীব,সাংস্কৃতিক কর্মী কার্তিক কুরিসহ অন্যান্যরা।