স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দ্রের বাড়িতে নুরজাহান আক্তার(৬) ও নূহা আক্তার(৫) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার (৩১জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিশুদের বাবা কাউছার বলেন, আমরা স্বপরিবারে ঢাকায় থাকি।ওদের মা নাজমা সন্তান সম্ভবা হওয়ায় আমরা এখন বাড়ীতে অবস্থান করছিলাম। শিশুগুলোর মা রান্নার কাজে ব্যস্ত থাকায় দাদীকে বলে ওদের গোসল করিয়ে দিতে। দাদী আসতে আসতে ওরা নিজেরাই গোসল করতে নেমে গিয়ে এই অঘটন ঘটিয়ে আমাদের কাদিয়ে না ফেরার দেশে চলে গেলো।
প্রত্যক্ষদর্শী ছালেহা বেগম বলেন, আমি পুকুরে গোসল করতে নামি। এরপর আমার পাশে আচমকা কিছু লাগলে সেটা উপরে উঠিয়ে দেখি শিশু। এরপর আরেক শিশুর মরদেহও ভেষে উঠে। পরে পরিবারের লোকজনকে খবর দিলে শিশুদের উদ্ধার করে হাসপতালে নিলেও শেষ রক্ষা হয়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, শিশুগুলো হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। দীর্ঘক্ষণ পুকুরের পানিতে ঢুবে থাকায় তাদের এভাবে মরতে হলো।