স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে মারা গেছে একসঙ্গে জন্ম নেওয়া যমজ শিশু।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে আলোনিয়া গ্রামে বাড়ির পুকুরের পানিতে পড়ে মারা যায় তারা।
জানা যায়, মৃত দুই শিশু হচ্ছে আব্দুর রহমান (৩) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৩)। অন্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে খেলতে গিয়ে এই দুই শিশুর এমন করুণ পরিণতি ঘটে।
মা শারমিন আক্তার জানান, শিশুদের উঠানে রেখে পাশের রান্নাঘরে কাজ করছিলেন তিনি। ‘কখন যে ওরা পুকুরপাড়ে চলে গেল’- এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
শিশুদের বাবা জসিম উদ্দিন পেশায় পল্লী চিকিৎসক। তিনি জানান, অন্যদিনের মতো তার ব্যবসা কেন্দ্র বাড়ির পাশের বাজারে ওষুধের দোকানে যান তিনি। এ সময় স্ত্রী এবং দুই শিশু সন্তান বাড়িতেই ছিল। একপর্যায়ে তার কাছে খবর আসে আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়েছে। দ্রুত ছুটে গেলে দেখতে পান তার দুই সন্তান পানিতে ভাসছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, স্বজনরা দুপুরে এই দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু দেখা যায় অনেক আগেই তারা মারা গেছে। পানিতে ডুবে যাওয়ার পরপরই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে এই শিশুরা মারা যায় বলে তিনি জানিয়েছেন।
মৃত শিশুদের মা শারমিন আক্তার জানান, তিনি যখন রান্নাঘরে কাজ করছিলেন। তখন উঠানে খেলা করছিল আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ। কিন্তু এ সময় তার চোখ ফাঁকি দিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায় আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ। পরে তাদের দুজনেরই লাশ পানিতে ভেসে উঠে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এই নিয়ে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।