মামুন হোসাইনঃ ভিক্ষুকদের পুনর্বাসনে বিক্রির জন্য খাদ্য সামগ্রীসহ যন্ত্রচালিত ভ্যান এবং গরু প্রদান করলো ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে মোট ৯জন ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ নিল।
এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড, জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান তছলিম আহমেদ, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আববার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।