মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফরিদগঞ্জ পৌর এলাকায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে পৌরসভায় বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন,সাংবাদিক প্রবীর চক্রবর্তীসহ প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভার খেটে খাওয়া মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে।