মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাশারা গ্রামে প্রতিপক্ষের হামলায় ব্যাবসায়ী আবু বকর নামের ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিধপুর ইউনিয়ের ২ নং ওয়ার্ডের বাশারায় মোঃ আবু বকর (২৩) পিতা- আবুল কালামের উপর হামলার ঘটনা ঘটছে।
জানা জায়, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচন বিষয় নিয়ে পরবর্তীতে আবু বকর ও তার পরিবারের সদস্যদের সাথে প্রতিপক্ষ আরিফ ও শরিফসহ কয়েক জনের সাথে বাক বিতন্ডা হয়। সে ঘটনায় ভুক্তভোগী আবু বকরের ভাই ইয়াসিন আরাফাত বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। উক্ত মামলাকে কেন্দ্র করে আবু বকর হামলার শিকার হয়। বর্তমানে আবু বকর চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আহত আবু বকর জানান, আমার বাড়ির কাছে মাছের প্রজেক্ট দেখতে গেলে আরিফ (৩৩), শরিফ (৪০), মহসিন (৩০), নজরুল(৩০), আমার উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালালে আমি জখমপ্রাপ্ত হয়ে আহত হই। এরপর ঘটনাস্থলে পরে থাকলে স্থানীয় বাসিন্দারা আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে প্রতিপক্ষের ভয়ে বাড়ি থেকে চিকিৎসা নিতে বের হতে না পারলে ৯৯৯ এ কল করলে পুলিশি সহাহতায় চিকিৎসা নিতে আসি।
হামলার ঘটনা প্রসঙ্গে প্রতিপক্ষ মহসিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এ হামলার সাথে জড়িত নই। এ ব্যাপারে আমি কিছুই জানিনা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই আকরাম জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আবু বকরকে উদ্ধার করে চিকিৎসা নেয়ার জন্য সহযোগিতা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে।