স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ফরিদ উদ্দিন ভূঁইয়া(২৫) কে টাকা এবং পরকীয়া সন্দেহের জেরে খুন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিলন মাহমমুদ।
১৮ এপ্রিল সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, আইপিএল খেলা দেখছিলেন ফরিদ। তখন তার কাছে থাকা ১০ হাজার টাকা দেখতে পায় প্রতিবেশী সালাউদ্দিন। আর সেই টাকার লোভ এবং ১টি পরকীয়া সম্পর্কের জেরে বটি দিয়ে ফরিদকে কুপিয়ে মেরে ফেলে সালাউদ্দিন ও রহমান নামে ২ জন। আমরা দুজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। খুনে ব্যবহৃত বটি দা আমরা উদ্ধার করতে পেরেছি। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গেলো ১৫ এপ্রিল রাতে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়ী হতে ফরিদ উদ্দিন ভূঁইয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৬ এপ্রিল মৃত ফরিদ উদ্দিনের ভগ্নিপতি দুলাল চৌধুরী বাদি হয়ে ফরিদগঞ্জ থানায় ১টি মামলা করেন। মামলা নং-২৩/২২। আর সেই মৃত্যুর রহস্যই উদঘাটন করে ২ জনকে গ্রেফতার করে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মিলন মাহমুদ।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ- হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ এবং ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।