মামুন হোসাইনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯ আগস্ট শুক্রবার বিকেল ৬ ঘটিকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে, ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির অফিসে শোক সভা, দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ শাখার সভাপতি মশিউর রহমান মিটু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহআলম শেখ এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার সরোয়ার, আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আহসান হাবিব, সহসভাপতি শেখ হাজ্জাজ বিন আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আক্কাস,মনির হোসেন মনির, প্রচার সম্পাদক মোশারফ হোসেন মাস্টার।
আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা,হাসান রাজা, মোহাম্মদ রসু মিয়া, মুক্তিযুদ্ধা সংসদের সদস্য মোশারফ ভুঁইয়া,শরীফুল ইসলাম,তাজুল ইসলাম,বাবুল হোসেন, হাবিবুর রহমান,রিপন হোসেনসহ প্রমুখ।
বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দলিল লিখক সমিতির মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন।