মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ভাই হয়ে আপন ভাইয়ের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ১০নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর ৪ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার গাজীর বিরুদ্ধে।
৭ এপ্রিল সোমবার ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ পেশীশক্তি ব্যবহার করে দীর্ঘ ৫০ বছরেরও বেশি পুরনো চলাচলের একমাত্র বাড়ির পথ বন্ধ করে দেয়া হয়।
সরোজমিনে গিয়ে দেখা যায়, মৃত হাজী আলী আকবর গাজীর ৬ ছেলের মধ্যে তিন ছেলে একই বাড়ীতে বসবাস করছেন। অন্য ভাই সাত্তার গাজীসহ বাকি দুই ভাই তাদের পৈত্রিক সম্পত্তির উপর অন্যত্র বাড়ি করে বসবাস করছে। সাত্তার গাজী অন্যত্র বসবাস করলেও তারই আপন তিন ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি বাঁশের খুটি দিয়ে দুইদিন যাবৎ আবরুদ্ধ করে রেখেছেন। এতে করে ভাই ভাতিজা ও আত্মীয়-স্বজনসহ প্রায় ১০০ জন সদস্যের পথ অবরুদ্ধ করা হয়।
ভুক্তভোগী পরিবারের মধ্যে মৃত আবুল বাশারের ছেলে মহসিন গাজী ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেন, স্থানীয় বিচার সালিশ অমান্য করে তিনি আমাদের উপর জুলুম অত্যাচার করে হুমকি-ধমকি প্রদর্শন করেন। এখন আমাদের চলাচলের পথ বন্ধ করে দেয়ায় আমরা বিপাকে পড়েছি।
এ বিষয়ে আহমদ উল্লাহ গাজী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাই জোর-জবরদস্তি করে আমাদের উপর জুলুম অত্যাচার করে আসছে। বাবার সম্পত্তি আমরা সকলেই সমান মালিক। কিন্তু তিনি অন্যায় ভাবে আমাদের এই পথ বাঁশের বেড়া দিয়ে আটকে রেখেছেন।
এলাকাবাসীর মধ্যে লিটন ও রমিজ উদ্দিন জানান, দীর্ঘদিনের চলাচলের পথ এভাবে বাঁশের বেড়া দিয়ে আবরুদ্ধ করে দেওয়া সত্যিই দুঃখজনক। এটা অমানবিক কাজ।
অভিযুক্ত আব্দুস সাত্তার গাজীর সাথে অভিযোগ প্রসঙ্গে কথা বললে তিনি জানান, আমার পৈত্রিক সম্পত্তি ওই বাড়িতে রয়েছে। সম্পত্তি অনুযায়ী আমি আমার অংশে বেড়া দিয়েছি।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জের ১০নং গোবিন্দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা মোঃ মাসুদ গাজী জানান, চলাচলের পথ আবরুদ্ধ করে দেওয়া এটি বেআইনি কাজ। আমি এটি সমাধানের চেষ্টা করব। এখন এর চেয়ে বেশি আমি আর কিছুই বলতে পারব না।