মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মামলায় জড়াচ্ছে নিজেরাই। সর্বশেষ পুর্ব শত্রুতার ঘটনাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়েরকৃত মামলায় পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক সোহাগ পাটওয়ারী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলুসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের আটকের পর শনিবার (২২ অক্টোবর) তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
জানা গেছে, গত ১৬ অক্টোবর রাতে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ হোসেন বাড়ী যাওয়ার পথে হামলার শিকার হয়। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে শরীফ হোসেন চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের সোহাগ পাটওয়ারীসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
পরে গত ১৯ অক্টোবর চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগটি এফআইআর পুর্বক ব্যবস্থা নেয়ার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জকে নিদের্শ দেয়। আদালতের নিদের্শে থানা পুলিশ গত ২১ অক্টোবর মামলা দায়ের করে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম শুক্রবার (২১ অক্টোবর) রাতে উপজেলা সদর থেকে পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক সোহাগ পাটওয়ারী(৩৪), পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু (২৮), ছাত্রদল নেতা আশিকুর রহমান ও অপু পাটওয়ারীকে আটক করে। পরে তাদের (২২ অক্টোবর) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, আদালতের আদেশে আমরা মামলাটি দায়ের করে অভিযুক্তদের আটক করেছি। তদন্ত শুরু হয়েছে।
এদিকে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করে পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, মূলত দলীয় অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে মাদকের ঘটনা সাজিয়ে এই মামলা করেছে। মুলত সে অন্য ঘটনায় অন্যকারো হাতে আহত হয়।