মামুন হোসাইন: মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি)আজিজুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন,
ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো: কামরুজ্জামান উপজেলা প্রকৌশলী আবরার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যা তপাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুন্নবী নোমান , প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সফর আলী প্রমুখ।