মামুন হোসাইনঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ৯৭ জন বীরমুক্তিযুদ্ধার বীর নিবাস নির্মাণের কাজ চলমান। আগামী ১ মাসের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ।
বীর নিবাসের কাজের অগ্রগতি নিয়ে ৬ সেপ্টেম্বর উপজেলা প্রশানের আয়োজনে, উপজেলা পরিষদের মিলনায়তনে দিক নির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা।
তিনি বলেন, বীরমুক্তিযুদ্ধাদের বীর নিবাস নির্মাণ সঠিকভাবে হচ্ছে কিনা আমরা মনিটরিং করতেছি। বীরমুক্তিযুদ্ধাদের বীর নিবাস নির্মাণ কোন অনিয়ম হলে সাথে আমাকে জানাবেন, আমি জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীর নিবাস নির্মানে সুন্দর ও সঠিকভাবে যেন হয় সে ব্যবস্হা করবো।
এই সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় উপসহকারী প্রকোশলী আশরাফ ইসলাম, বীর মুক্তিযুদ্ধ ডেপুটিকমান্ডার সরোয়ার হোসেন,বীরমুক্তিযোদ্ধা সফরআলী,
প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান,নুরুন্নবী নোমানসহ বীরমুক্তিযুদ্ধাগণ উপস্থিত ছিলেন।