মামুন হোসাইনঃ চাঁদপুরে ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট ) এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, তারিখ ও এম আরপি না থাকা অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ মাছের ঔষধ থাকায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মো. নুর হোসেন রুবেল আরও বলেন, অভিযানে ঢাকা বেকারিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে ২০ হাজার টাকা,
তারিখ ও এম আরপি না থাকায় চট্টগ্রাম বেকারীকে ২০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ মাছের ঔষুধ থাকায় মীনা ট্রেডার্স কে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।