আবদুল কাদিরঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ভোজ্য তেলের ঘাটতি মেটাতে তিন হেক্টর জমিতে সূর্য্যমূখির চাষে চাষাবাদে নতুন সম্ভাবনার জানান দিচ্ছে।
২৯ মার্চ বুধবার সরজমিনে দেখাযায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লামচর বিলে কৃষক মোশারফ ও লুৎফুর রহমান পাটওয়ারী তাদের ফসলের পরিচযায় ব্যস্থ সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিসের সহায়তায় আমরা ৬৬ শতাংশ জমিতে সূর্য্যমূখির চাষ করেছি। ফসলের অবস্থা ভালো আশাকরি লাভের মুখ দেখব। বর্তমান বিশ^বাজারে তৈলের মূল্যবৃদ্ধির ফলে আমাদের দেশীয় সূর্য্যমূখির তৈল ভোজ্য তৈলের চাহিদা মিটাতে পারে। উপজেলা কৃষি অফিস আমাদের বীজ,সার , কীটনাশক ও তথ্য দিয়ে সহায়তা করে আসছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কামরুজ্জামান জানান, এবছর আমাদের লক্ষমাত্রা ছিল ৫ হেক্টর, আমরা চাষাবাদের আওতায় এনেছি ৩ হেক্টর। প্রদর্শনির আওতায় ১০জন কৃষককে ৫০০গ্রাম করে এবং প্রণোদনার আওতায় ৬০জন কৃষককে এক কেজি করে ৭০জন কৃষককে ৬৫ কেজি বীজ বিতরন করেছি। অন্যান্য তৈলবীজের তুলনায় সূর্য্যমূখির বীজ থেকে বেশী তৈল পাওয়া যায়। সূর্য্যমখির তৈলের বাজার মূল্য বেশী এবং এই তৈল স্বাস্থ্য সম্মত।