মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জের বড়ালী দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক ইমাম হোসেনকে আটক করেন পুলিশ।
৬ এপ্রিল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মান্নান।
জানা যায়, ফরিদগঞ্জ বড়ালী দারুসসুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষক ইমাম হোসেন গত ৪ এপ্রিল মঙ্গলবার বিকালে ওই মাদ্রাসারই দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটায়। এতে শিশুটি চরম আহত হয়ে পড়লে বিষয়টি জানাজানি হলে এই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠে। পরে এলাকা বাসী শিক্ষক ইমাম হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয় এবং পুলিশকে অবগত করে।
এদিকে ৫ এপ্রিল বুধবার রাতে বলাৎকারের স্বীকার ছাত্রের মা বাদি হয়ে মাদ্রাসার দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার ইমাম হোসেন কে আটক করে পুলিশ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মান্নান বলেন, মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনার একজনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযোগের অপর আসামী ওই মাদ্রাসার মাওলানা হেলাল উদ্দিন পলাতক রয়েছে। তবে আমরা তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছি।