মোঃ শরিফ হোসেনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলর ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব অন্তু দে সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মার্চ মাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন,
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরোয়ার হোসেন ভূঁইয়া,জহিরুল হক ভূঁইয়া, গোলাম মোস্তফা, আমিন দেওয়ান,ছিদ্দিক পাটওয়ারী, নূরুল আমিন,আব্দুল মতিন,ইউপি সদস্য, আসাদুজ্জামান খান কালু, মানিক পাটোয়ারী মোহন, মাসুম হোসেন বিল্লাহ, আহসানুল্লাহ দর্জি, জিলন পাটোয়ারী, হারুন প্রমূখ।সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।