মামুন হোসাইনঃ জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ʼনিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশʼ।
নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে দেশব্যাপি এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।২৯ জুলাই ফরিদগঞ্জ মৎস্য অফিস কার্যালয়ে উপজেলার মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে বর্তমান সরকারের মৎস্য সেক্টরে সাফল্য এর নির্মিত বিভিন্ন প্রামান্যচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করা হয়। উপকরন বিতরণ এবং সমাপনি অনুষ্ঠান পালন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আক্তার রূমার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল,সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান সাউদ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এর সম্প্রসারণ অফিসার মহিউদ্দিন তুহিন উপস্থিত ছিলেন।প্রায় শতাধিক মৎস্যজীবী ও মৎস্যচাষী, সাংবাদিক, এলাকা গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০ জন মৎস্যজীবীর মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য ছাগল প্রদান করা হয়।ও ৪ জন ফলাফল প্রদর্শক মাছের খাদ্য ও ২০ জন মৎস্যচাষীকে প্রশিক্ষণ ও অফিসে আগত মাছচাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়।