মামুন হোসাইনঃ আসন্ন ৫ জানুয়ারী ফরিদগঞ্জ ১৩ টি ইউনিয়ন, সাধারণ আসন ১১৭, সংরক্ষিত আসন ৩৯ টিতে ভোট গ্রহণ হবে।
২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন প্রার্থীরা।
শান্তিপূর্ণ নির্বাচন করতে ফরিদগঞ্জ ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে “আমার গণতন্ত্র আমার কাছে দামি,ভোট দেবো তাকে আমি চাইবো যাকে ” এই স্লোগানে মেম্বার পদ প্রার্থী ইব্রাহিম খলিল, মিজানুর রহমান, জিয়াউর রহমান সোহাগ, ফজলুল হক পাটোওয়ারী, সংরক্ষিত মেম্বার পদ প্রার্থী ইয়াছমিন বেগম ও সেলিনা বেগম শান্তি পূর্ণ নির্বাচন করতে তারা ঐক্যবদ্ধ।