মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরে আলম, আবু তাহের, সাবেক সদস্য মাও. ইউনুছ হোসেন প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।