মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ সদরে শহীদমিনার সংলগ্ন তীব্র ঠান্ডার অপেক্ষায় রয়েছেন গরম কাপড় বিক্রেতারা। বিভিন্ন স্হান থেকে এবার কিছুটা আগে ভাগেই বিক্রির জন্য পুরানো গরম কাপড়ের চালান এনেছেন তারা।
শনিবার (২০ নভেম্বর) ফরিদগঞ্জ সদরে শহীদ মিনার সংলগ্ন এবং আলিয়া মাদ্রাসা ও সিয়াম অফসেটের সামনে সরজমিনে ঘুরে দেখা যায়, এখানে প্রায় ২০ টি দোকানে শীতের গরম পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা মিটাতে ১৮/২০ টি দোকানে ভ্রাম্যমাণভাবে গরম পোশাক তুলেছেন এখানকার বিক্রেতারা। শিশু, নারী-পুরুষ, বৃদ্ধাসহ সব রকমের ক্রেতার গরম পোশাকের চাহিদা মিটাতে বিক্রেতাদের এমন প্রস্তুতি।
ফিরোজ আলম বিক্রেতা বলেন, ২০ টাকা থেকে শুরু করে ৪শ থেকে ৫শ টাকাতে গরম জামা-কাপড় বিক্রির জন্য রেখেছেন তারা। শুধু পোশাকই নয় এখানে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে ভালো কম্বল ও চাদরের ব্যবস্থাও রয়েছে।
আলাউদ্দিন নামে ক্রেতা বললেন, কম দামে চাহিদা অনুযায়ী গরম পোশাক কেনার জন্য ফরিদগঞ্জ বাজারে বেশ উপযোগী। প্রায় আধা কিলোমিটারের মধ্যে ১৮ থেকে ২০ টি দোকান রয়েছে। তাই এক স্থানে পরিবারের সবার গরমের পোশাক কেনার সুবিধা থাকায় ফরিদগঞ্জ বাজারে আমাদের কাছে এতো জনপ্রিয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহসভাপতি মাসুদুর রহমান বলেন, প্রতিদিনই বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতার দরদামে বাজারটি বেশ সরগরম থাকে। এবং বাজারের দিন রবিবার ও বৃহস্পতিবার উপচেপড়া ভীড় থাকে।এই বাজারটি প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরীব-অসহায় মানুষের আস্থা অর্জন করেছে।