জাকির হোসেনঃ মহাপবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা মাহফিল এবং শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহঃ এর ৮ম শাহাদাত বার্ষিকী ও কাউন্সিল অধিবেশন করা হয়। এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফরিদগঞ্জ উপজেলার উদ্যোগে ২৮ আগস্ট রবিবার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা হল রুমে ওয়াজ ও দোয়ার মাহফিল করা হয়।
ওলামায়ে কেরামগনের স্মরনে এবং মহামারী করোনা ভাইরাসসহ যাবতীয় বিপদ বালামুসিবত থেকে মুক্তির লক্ষে আজিমুশশান দোয়ায়ে ইউনুছ, খতমে শেফা, মিলাদে মোস্তফাসহ দোয়া আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ফরিদগঞ্জ উপজেলা শাখা মাওঃ মোঃ জাহাঈীর আলম আলকাদেরী, অনুষ্ঠান উপস্হাপনা ও পরিচালনা করেন মাওঃ জহিরুল ইসলাম আলকাদেরী ও মাওঃ মোশারফ হোসেন।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. একে. এম. মাওলানা মাহবুবুর রহমান, চাঁদপুর জেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াত সাধারণ সম্পাদক আল হাজ্জ্ব মাওঃ আবু জাফর মোঃ মাঈন উদ্দিন, চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর পৌর সাংগঠনিক সম্পাদল মাওঃ নোমান আহম্মদ, সহসভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, আবদুল মান্নান মনু ভূঁইয়া, মজিবুল হক আনসারী, মাওঃ সাইফুল ইসলাম আল কাদেরী, মতিউর রহমান নিজামি, মিজানুর রহমান গাজী,অর্থ সম্পাদক মোঃ নেহাল, চর পাড়া মোহাম্মদিয়া তৈয়্যবিয় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছিম উদ্দিন মাস্টার, মিডিয়া সম্পাদক মোঃ জাকির হোসেন।
এছাড়া আরও ওলামায়ে কেরামগন ও ধর্মপ্রাণ মুসলিমবর্গ উপস্থিত ছিলেন।
ড. একে. এম. মাওঃ মাহবুব মেয়াদ না থাকায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এতে ফরিদগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর নবনির্বাচিত সভাপতি মাওঃ খোরশেদ আলম আলকাদেরী, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোশাররফ হোসেন।
পরে মিলাদ ও দোয়া করে তবরকের মাধ্যমে এর সমাপ্তি করা হয়।