ফরিদগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় চর কুমিরা নামক স্থানে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত ওই যুবকের নাম বিল্লাল হোসেন খান(৪৫)। তিনি পশ্চিম সাফয়া খান বাড়ির মৃত জামাল খানের ছেলে। তবে তিনি কোন পরিবহনের যাত্রী ছিলেন তা কেউ বলতে পারেনি।
এ বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে আনার পূর্বেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।