হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রাথমিক সমবায় সমিতির ম্যানেজার সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ডিডি) মোকাব্বের হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, মনিরুল ইসলাম, প্রশিক্ষণ কর্মশালা টি পরিচালনা করেন পরিদর্শক আজাদুর রহমান ও শফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ টি প্রাথমিক সমবায় সমিতির ৩০ জন ম্যানেজার সমবায়ী অংশগ্রহণ করেন।