ফরিদগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবা গ্রামে সম্পত্তিগত বিরোধে পুকুর ইজারাকে কেন্দ্র করে মোটরসাইকেল ও বাড়ীঘর ভাঙ্গচুরের পর ৫ জন আহত হওয়ায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
৪ জুলাই মঙ্গলবার রাতে এ হামলা হয়। এতে আহত মোহাম্মদ ওসমান, সাইফুল, তাসলিমা, সালমা ও মিম সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ওসমান হোসেন জানান, আলমগীর হোসেন গংদের সাথে আমাদের কথা কাটাকাটি হলে রাতের আধাঁরে আলমগীর খলিল, কাউছার, হাবিব, হাসানসহ ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। এতে আমাদের বসতঘর, মোটরসাইকেল ভাঙ্গছুর করা হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আমাদের হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এই অভিযোগ প্রসঙ্গে আলমগীর হোসেন বলেন, পুকুর ইজারা নয় বরং ওরা আমাদের পূর্বপুরুষদের কবরস্থানকে অসম্মাণ করে সেখানে গরুর গোবর ফেলে। আমরা একাজে নিষেধ করায় উল্টো ওরা আমাদের নানাভাবে হয়রানি করে মিথ্যা অভিযোগ তুলছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস. আই. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টিকে খতিয়ে দেখছি।