মামুন হোসাইনঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ভ্রাম্যমাণ গ্যাস পাম্প বসিয়ে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কিছু প্রভাবশালী লোক অনুমোদনহীন ভ্রাম্যমাণ সিএনজি পাম্প দিয়ে গত ১ বছর যাবৎ ব্যবসা করে আসছে বলে অভিযোগ উঠেছে।
ফরিদগঞ্জ চাঁদপুর – রায়পুর আঞ্চলিক সড়কে ফরিদগঞ্জ চতুরা ব্রিজ সংলগ্ন সরকারি রাস্তা দখল করে প্রকাশ্যে এই ভ্রাম্যমান সিএনজি গ্যাস পাম্প বসিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সম্পূর্ণরূপে অনুমোদনহীন ও বেআইনিভাবে এই গ্যাস পাম্প বসিয়ে তারা সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সিএনজি, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনে গ্যাস বিক্রি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধ গ্যাস পাম্পের ব্যবসায়ী স্থানীয় এলাকার প্রভাব খাটিয়ে সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকারি সম্মত্তি দখল করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। কাবার ব্যান্ড ট্রাকের ভিতরে গ্যাস সিলিন্ডারের বোতল ঢুকিয়ে সেগুলো সরকারি গ্যাস পাইপ থেকে চুরি করে মেশিনের মাধ্যমে সিলেন্ডার বোতল লোড করে বোঝাই করে নিয়ে আসে। সেই ট্রাকের ভিতর থেকে গ্যাসের সিলিন্ডারের সাথে পাইপ সংযোগ করে উল্লেখিত জায়গায় একটি মেশিনের সাথে সংযোগ দেয়। সেখান থেকে পর্যায়ক্রমে সিএনজি স্কুটার প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনে গ্যাস সরবরাহ করে।
সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ও অনুমোদন বিহীন গ্যাস পাম্প বসিয়ে গ্যাস সরবরাহ করার কারণে যে কোন সময় এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটনা সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় এলাকাবাসী মনে করছেন। অবৈধ গ্যাস পাম্প এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
গ্যাস পাম্পের সত্ত্বাধিকারী জাকির পাটোয়ারী জানান অনুমোদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি,এবং ২,১ দিনের পাম্প বন্ধ করে দেবো। অনুমোদন হলে অন্য স্হানে পাম্প সরিয়ে নিয়ে পুনরায় চালু করবো।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ সালাউদ্দিন জানান বিষয়টা আমাদের জানা নেই, তদন্ত করে ব্যবস্হা আশ্বাস দিয়েন তিনি।