মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সদ্য সাবেক সভাপতি মো. কামরুজ্জামান শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি উপজেলা সদরে কাছিয়াড়া এলাকায় নিজ বাসভবনে শনিবার (৭ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়ে দেন। সেখানে ৩ দিন চিকিৎসা শেষে বর্তমান নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সদাহাস্যজ্বল স্বনামধন্য সংগঠক, সাংবাদিক,ক্রীড়াবিদ ও সমাজসেবক মো. কামরুজ্জামান’র দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ সহ অন্যান্য সাংবাদিক ও শুভাকাঙ্খীরা।