মামুন হোসাইনঃ
বীর বাঙ্গালী জাগো- সাম্প্রদায়িকতা রুখো এই শ্লোগান নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মানববন্ধন হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে। ৭ নভেম্বর শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ থানা রোডে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, পূজা পরিষদ পৌর শাখার সভাপতি পরেশ চন্দ্র দাস, প্রনয় চক্রবর্তী, প্রবীর দাস, ঠাকুর কৃষ্ণ দেবনাথ, কৃষ্ণকমল দাস প্রমুখ।