... বিস্তারিত
ফরিদগঞ্জে সূর্যমুখী ফুল চাষে সফল চাষী আবুল কালাম নান্নু
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ ৫নং ওয়ার্ডে পশ্চিম বড়ালী সবার প্রিয় সূর্যমুখী ফুলের চাষ করে তাক লাগিয়ে দিলেন আবুল কালাম নান্নু। যেখানে প্রতিদিন শত শত দর্শনার্থী এসে বাগানটি দেখে যায়।
৪’ঠা এপ্রিল রোববার কৃষক আবুল কালাম নান্নু জানান, যখন দেখলাম ফরিদগঞ্জ এমন সূর্যমুখী ফুলের চাষ নেই তখন আমি কৃষি অফিসে যোগাযোগ করে ফ্রি ১ কেজি বিচি এনে ১৫ শতক জায়গার উপর এই সূর্যমুখী ফুলের বাগান করি। সূর্যমুখী ফুলের চাষ করা উদ্দেশ্য হলো সূর্যমুখী ফুল থেকে বৈর্জ্য তৈল তৈরি করা হয়।
ফরিদগঞ্জ কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, সূর্যমুখী ফুলের চাষ শুনেছি সুন্দর হয়েছে, ফুলের চাষ বাগানটি দেখতে যাবো এবং কৃষক আবুল কালাম নান্নুকে সরকারি ভাবে সকল রকমের সহযোগীতা করবো।
ঘুরতে আসা দর্শনার্থী এফ এ মানিক ‘হিলশা নিউজ’-কে জানান, আমার বাড়ির পাশে সূর্যমুখী ফুলের চাষ আজকে ঘুরতে এসে অনেক ভালো লাগলো। করোনা মহামারির কারণে অনেক দর্শনার্থী দেখতে আসে নাই, করোনা স্বাভাবিক হলে সবাইকে বলবো একবার এসে দেখে যেতে।
ঘুরতে যাওয়া আরেক দর্শনার্থী মোঃ গিয়াস উদ্দিন ‘হিলশা নিউজ’-কে জানান, ফুলের চাষ করা বাগানটি খুব চমৎকার নান্নু ভাই প্রশংসার তাবাদির এই প্রথম ফরিদগঞ্জ পৌরসভার মধ্যে এত সুন্দর একটি সূর্যমুখী ফুলের বাগান করছে।