মামুন হোসাইনঃ চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে প্রায় অর্ধশতাধিক বৈধ-অবৈধ স’ মিলের গাছের গুঁড়ি ফেলে রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন মালিকরা।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে স’মিলে চিরাই করতে আনা বিভিন্ন প্রজাতির গাছ, গৃদকালিন্দিয়া,গুপ্টি টিএনটি মোড়সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে রেখে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে স’মিলের ব্যবসা পরিচালিত হয়ে আসছে বিভিন্ন স্হানে।
স’মিলের মালিক ও ব্যবসায়ীরা প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে গাছ এনে রাস্তার দু’পাশে ফেলে জমাট করে রাখছে। ফলে বিভিন্ন সময় ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এ ছাড়া ট্রাক, ট্রলি ও ভ্যান স’মিলের সামনে ঘণ্টার পর ঘণ্টা থামিয়ে গাছ ও কাঠ ওঠা নামা করায় রাস্তার দু পাশে যানবাহন আটকে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী সহসাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
বেশিরভাগ স’মিলের সামনে পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাস্ততম এ সড়কের জায়গা বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে গাছের গুঁড়ি। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শত শত যানবাহন ও পথচারীরা। ঘটছে মারাত্মক দূর্ঘটনাও।
এ ভোগান্তি থেকে রেহাই পেতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।