মামুন হোসাইনঃ ঈদের খুশি ছড়িয়ে দিতে ফরিদগঞ্জ পৌর এলাকার হতদরিদ্র লোকজনের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে এ কে পাটওয়ারী ফাউন্ডেশন (প্রস্তাবিত)।
রোববার (১৬ এপ্রিল) বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
সংগঠনের সদস্য রাজিব মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আলোচনা শেষে পৌর এলাকার শতাধিক লোকজনের হাতে ঈদবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।