মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে খাজুরিয়া গ্রাম থেকে শেখ বিল্লাল হোসেন(৪৫) নামের এক চোরকে ১৭ লক্ষ টাকাসহ আটক করা হয়েছে। আটক বিল্লাল ঢাকার পল্টন থানাধীন বায়তুল মোকাররম মার্কেটের অলিম্পিয়া বেকারী এন্ড থেকে প্রায় ১৭ লক্ষ টাকা চুরি করে পালিয়ে এসেছিলো বলে পুলিশ জানিয়েছে।
৯ মে সোমবার রাত সাড়ে ৯ টায় ফরিদগঞ্জ থানা পুলিশ চোর বিল্লালকে খাজুরিয়া এলাকা হতে আটক করে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্টন থানায় দায়েরকৃত মামলার আসামী মামলা নং-০৪/২৫৬ শেখ মোহাম্ম ওয়াকিলের ছেলে শেখ বিল্লাল হোসেন (৪৫) কে আটক করে। বিল্লাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ব্লক সি এর ২১৫ ডলি ভিলাতে বসবাস করে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় একাধিক টাকা চুরির অভিযোগ রয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বিল্লাল শেখের বিরুদ্ধে মামলার সূত্র ধরে খাজুরিয়া গ্রাম থেকে তাকে টাকাসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত ১৭ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।