মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ১৭ হাজার ৫০০ পিছ ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। ১৭ই আগস্ট সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাছিয়াখালী এলাকার মামুন পাটওয়ারীর বসত বিল্ডিংয়ে অভিযান চালিয়ে একটি
মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা
হলেন-ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালীর এলাকার বাসিন্দা আবদুল হাই পাটওয়ারীর ছেলে মো. মামুন পাটওয়ারী (৪২),চট্টগ্রাম জেলার লোহাগড়ার সুখছড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে রাসেল (৩৫) ও মো. রেজাউল করিম। তাঁদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সোমবার সন্ধায় ফরিদগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করে এ সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল মো. আফজাল
হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব।