স্টাফ রিপোর্টারঃ প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে । সরকারিভাবে চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা প্রতিটি মন্ডপের জন্যে ৫শ কেজি হিসেবে ১০ টন চাল বরাদ্দ দিয়েছে ।
এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,উপজেলা প্রশাসন নিয়েছে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা । এ উৎসবকে ঘিরে উপজেলায় চলছে আনন্দ-উদ্দীপনা।
চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা সূত্রে ২০ সেপ্টেম্বর দুপুরে এ তথ্য জানা গেছে।
ফরিদগঞ্জে এবছর ২০টি শারদীয় দুর্গাপূজা মন্ডপ প্রস্তুত রাখার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে । উপজেলা কমিটিও গ্রহণ করেছে পদক্ষেপ ।
এখন প্রতিটি পূজামন্ডপে চলছে প্রতিমার শরীরে বিভিন্ন রংয়ের প্রলেপের শেষ কাজ। কোনো কোনো পূজা মন্ডপে ডেকোরেটরের সাজসজ্জার কাজ প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে।
আগামি ১ অক্টম্বর থেকে দুর্গা দেবীর ষষ্ঠাদি বিহিত পূজার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের শুভ সূচনা করা হবে। এ বছর ত্রিনয়নী দেবী দুর্গা ঘোটকে আগমন ও ঘোটকে গমন করবেন। যষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের এ বৃহৎ ধর্মীয় উৎসব পুরোপুরিভাবে আরম্ভ হবে এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
বিগত বছরের ন্যায় এ শারদীয় উৎসব ৫ দিনব্যাপি অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীর শোভাযাত্রায় যেনো কেউ নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি করতে না পারে সেদিকে পুলিশ প্রশাসন থেকে পূর্বেই আইন অমান্য না করার জন্যে ঘোষণা দেয়া হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলায় ২০ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলো হলো: লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির, দাসপাড়া যুব সংঘ, রামকৃষ্ণ আশ্রম, চান্দ্রাবাজার লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির, শাহপুর নবকিশোর পূজা মন্দির, আলোনিয়া রাধা-গোবিন্দ হরি সভা মন্দির, দক্ষিণ রূপসা সার্বজনীন দূর্গা মন্দির, গুপ্টি সার্বজনীন দুর্গা মন্দির, আইটপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তা¯্র শাসন সার্বজনীন দুর্গা মন্দির, আষ্টা সার্বজনীন দুর্গা মন্দির, বাসারা সার্বজনীন দুর্গা মন্দির বৈচাতরী সার্বজনীন দুর্গা মন্দির, আষ্টা বিনোদ বিহারী রায়ের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, শ্রীকালিয়া, বৈচাতরী হরিসভা মন্দির, দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপুকুর মন্দির, রূপসা সর্বমঙ্গলা সংঘ ও চান্দ্রা শীল বাড়ি রাধা গোবিন্দ মন্দির।