হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ নং গুপ্তি পূর্ব ইউনিয়ন মধুসূদন কর্মকার বাড়িতে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর স্মরণে১৩তম বার্ষিক উৎসব।
বৃহস্পতিবার- (৮ সেপ্টেম্বর ২০২২) সন্ধ্যায় অধিবাস, শুক্রবার -অষ্টপ্রহর কীর্তন, রাজভোগ ও প্রসাদ বিতরণ, শনিবার- সকালে নাম যজ্ঞ ও নগর পরিক্রমার মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী বার্ষিক উৎসব।
প্রথমবারের মত ৩ দিনব্যাপী অনুষ্ঠানে কীর্তনীয়া দল হিসেবে থাকছেন- শ্রী বৈষ্ণব নারায়ন দে- ভোলা, শ্রী প্রভু নিতাই চাঁদ- চট্টগ্রাম, শ্রী কৈবল্য নাথ সম্প্রদায় -লক্ষ্মীপুর, শ্রী মনোরঞ্জন সম্প্রদায়- রামগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মাবলম্বীদের নিমন্ত্রণ জানিয়েছেন শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের সভাপতি খোকন কর্মকার ও সাধারণ সম্পাদক তপন কর্মকার।