মামুন হোসাইনঃ ধর্মীয় শিক্ষার বিকল্প কোন শিক্ষা নাই, ধর্মিয় শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদেরকে আধুনিক যুগোপযোগী শিক্ষা দিতে হবে। শিক্ষা আলো প্রত্যান্ত অঞ্চল গুলোতে ছড়িয়ে দিতে হবে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ হতে আমি সর্বাত্বক চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসা এন্ড একাডেমির ভাটিরগাঁও ও রুদ্রগাঁও শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে একথা বলেন তিনি।
০৬ মে (শনিবার) ভটিরগাঁও ও রুদ্রগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফেজ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাছান গাজী, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন
ঢাকা মেট্রোপলিটেন পুলিশ এ-র সিনিয়র সহকারি কমিশনার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম এডভোকেট আবুল কালাম আজাদ জেলা বিসিক কর্মকর্তা আহছান হাবিব মামুন বিশিষ্ট রাজনৈতি বিদ হাজী কামরুল হাসার সউদ ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মোহাম্মদ আলী সহ মাদরাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
আনুষ্ঠানের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যটাগরিতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।