... বিস্তারিত
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলামের সুস্থতা চেয়ে দােয়া
মামুন হোসাইনঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান করোনা পজেটিভ কােভিড ১৯ আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টেষ্টের ফলাফলে তার করোনা পজেটিভ পাওয়া যায়।
উপজেলা চেয়ারম্যান রোমানের করোনা আক্রান্তের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর-সর্দি নিয়ে সকালে তিনি করোনা পরীক্ষা করেন এবং সন্ধ্যায় তার করোনা রির্পোট পজেটিভ আসে।
বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এদিকে রোমান নিজের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। অপর দিকে রোমানের সুস্থতা চেয়ে চাঁদপুরসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে ২৩শে অক্টোবর বিশেষ দােয়ার ব্যবস্থা করেন তার শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা।
