হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে স্থানীয় জনতা।
গত ২২শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় ইলিশ মাছগুলো জব্দ করা হয়।
জানা যায়, ভ্যানে করে একজন ব্যবসায়ী ইলিশ মাছগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে বের হয়েছিলো। পথিমধ্যে স্থানীয় সচেতন জনতা ওই ভ্যান ব্যবসায়ীকে ইলিশ বিক্রি করছে বুজতে পেরে ধাওয়া দেয়। পরে জনরোষানল থেকে বাঁচতে ভ্যানে ইলিশ মাছ রেখেই ওই ব্যবসায়ী পালিয়ে যায়। পরে স্থানীয় সচেতনরা ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দিয়ে জব্দকৃত মাছগুলো তাদের হেফাজতে দিয়ে দেয়।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, পাইকপাড়া (দঃ) ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আতিক খাঁন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমজান আলী লিটন এবং যুবলীগ নেতা জাকির হোসেনসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ‘হিলশা নিউজ‘-কে জানান, স্থানীয়দের জব্দকৃত ওই ইলিশ মাছের ওজন আনুমানিক ৪০ কেজি। যা স্থানীয় এতিমখানায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিতরণ করা হয়েছে।