মামুন হোসাইনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সোমবার ১১ ঘটিকায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনাসভা দোয়া,অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুনের এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানিজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক ফজলুল হক মিজি,সাবেক ম্যানিজিং কমিটির সদস্য ওমর ফারুক পাটোয়ারী, আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোবারক হোসেন,
আজাদ হোসেন,আব্দুর রহমান,রসুল আমিন, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
১৫ আগস্ট উপলক্ষে অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি চিত্র প্রদর্শনী,হামদ নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।