ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২১ মার্চ (মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন’র সভাপতিত্ত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম রিপন।
এসময় তিনি বলেন, এসএসসি হচ্ছে ভবিষ্যৎ জীবনের পরিকল্পনার প্রথম ধাপ। এসএসসির গন্ডি ফেরিয়ে পরবর্তীতে দেশের সেরা কোন কলেজে পড়াশোনা করার মাধ্যমে তোমরা নিজের অভিবাবক এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে আমরা প্রত্যাশা করি।
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রসু মিয়া, সাংবাদিক প্রবীর চক্রবর্তী। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির সহকারী প্রাধান শিক্ষক আবুল কাশেম কবির। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী বানী পাঠ করেন জান্নাতুল মাওয়া সাফা। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন নুসরাত জাহান আন্নি। বিদায়ী আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য এ বছর বিদ্যালয়টির তিন বিভাগের ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে। এবং গতবছর ১৫জন শিক্ষার্থী এ প্লাস অর্জন করে।