... বিস্তারিত
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দিনে ১৯ জনের মনোনোয়ন সংগ্রহ
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ভোটারের কাছে ভিবিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।নির্বাচনকে সামনে রেখে। ফরিদগঞ্জ নির্বাচন অফিসে ৭ই জানুয়ারী থেকে মনোনোয়ন বিক্রি শুরু হয়েছে।মনোনোয়ন বিক্রির প্রথম দিনই ২জন মেয়র প্রার্থীসহ ১৭জন কাউন্সিলর প্রার্থী মনোনোয়ন সংগ্রহ করেন।নির্বাচন অফিস সুত্রে জানা যায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনোয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক ও ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিনা আক্তার শেলী।অপর দিকে ১ নং ওয়ার্ডের আক্তার হোসেন,মোঃ মোস্তফা কামাল সুমন ২ ওয়ার্ডের মোঃ আবুল হাসেম,মোঃ সারোয়ার হোসেন,জাহিদ পাটোওয়ারী , ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ মহসিন তালুকদার,মোঃ জাহিদ হোসেন ৪ নং মোঃ বিল্লাল, ৫ নং ওয়ার্ডের মোঃ আবুল হাসান,শাহাজালাল, ৬ নং ওয়ার্ডের মাহবুবুল আলম,মোঃ মজিবুর রহমান, ৮ নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন গাজী, ৯ নং ওয়ার্ডের মোঃ রসু মিয়া ও সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ ওয়ার্ডের কুসুম বেগম,শাহিনা আক্তার ৭,৮,৯ ওয়ার্ডের সেলিনা আক্তার।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ৩ ই জানুয়ারি সন্ধ্যায় ৫৬ টি পৌরসভার তফসিল ঘোষণা করেন।ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ১৪ ই ফেব্রুয়ারি। মনোনোয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ই জানুয়ারী। মনোনোয়ন বাছাই ১৯ ই জানুয়ারী। এবং প্রার্থীতা প্রত্যাহার ২৬ ই জানুয়ারী। ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।