... বিস্তারিত
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন প্রত্যাহার
মামুন হোসাইন: চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন ১৪ই ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের ২৬ শে জানুয়ারী, নির্বাচন অফিস সুত্র জানায় মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার শেষ দিনে ২ মেয়র প্রার্থী ৪জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আমজাদ হোসেন শিপন,বিএনপির বিদ্রোহি প্রার্থী এস এম টুটুল পাটোওয়ারী, কাউন্সিলর প্রার্থী ৪ নং ওয়ার্ডের মোঃ জহির পাটোওয়ারী, ইকবাল হোসেন, ৭ নং ওয়ার্ডের মুজিবুর রহমান, ৯ নং ওয়ার্ডের আব্দুল গফুর।
অপর দিকে ৭ নং ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থী এমরান মিজি, মোহাম্মদ হোসেনের মনোনয়ন বাছাই ১৯ জানুয়ারী রিটার্নিং অফিসার শিউলি হরি বাতিল করেন, দুইজন প্রার্থী ২০ই জানুয়ারী আপিল করেন,২৫ শে জানুয়ারী তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।এই নিয়ে ১৪ই ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করবেন।