... বিস্তারিত
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই প্রথম ২ নারীর দৌড়ঝাঁপ
মামুন হোসেনঃ চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে এই প্রথম মেয়র পদে বাংলাদেশ আওয়ামিলীগের (নৌকার) মনোনয়ন প্রত্যাশী এই প্রথম ২ নারী প্রার্থী, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন ও পোষ্টার লাগিয়ে তাদের পরিচিতি তুলে ধরেছেন। এবারের পৌর নির্বাচনে দু’জন নারী সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় রয়েছেন। এ নিয়ে পৌর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
পৌরসভার অনেক ভোটারের মুখে শুনা যাচ্ছে পৌর পিতা দেখেছি,এবার পৌর মাতা দেখার অপেক্ষায় রইলাম।
সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় দুই নারী প্রার্থীর মধ্যে একজন হচ্ছেন জগন্নাথৎ বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী।বিগত ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানে পদে প্রতিধন্ধীতা কারি এবং ৯০ দশকের জনপ্রিয় ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার শেলী। সম্ভাব্য মেয়র পদে প্রার্থীতা নিয়ে হিলশা নিউজ ফরিদগঞ্জ প্রতিনিধিকে সেলিনা আক্তার শেলী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে সকল রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলাম।আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে দল যদি আমাকে নৌকার মনোনোয়ন দেয় ও পৌরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হই ফরিদগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবো। অপর নারী প্রার্থী হলেন ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ও ফরিদগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মরহুম নূরুল ইসলাম খানের কন্যা আজমুর বেগম।মেয়র পদে প্রার্থীতা নিয়ে হিলশা নিউজ ফরিদগঞ্জ প্রতিনিধিকে আজমুর বেগম বলেন আমি পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদে প্রার্থীতা ঘোষণা দেওয়ার পর থেকে পৌরসভার প্রত্যেক ওয়ার্ড ও বাড়িতে উঠান বৈঠক করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক সকল কর্মকান্ড তুলে ধরেছি।এবং ভোটারদের কাছে নিজের জন্য দোয়া সমর্থণ কামনা করেছি। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা আমার প্রতি সু-দৃষ্টি দিবেন।আমি পৌরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হলে ফরিদগঞ্জ পৌরসভার সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করবো।