... বিস্তারিত
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে সিংহভাগ মেয়র প্রার্থী ঢাকায় অবস্থান
মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রর্থীরা মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। শুধুমাত্র নৌকা প্রতীকের আশায় সম্ভাব্য প্রার্থীদের রাত দিন একাকার হয়ে গেছে। এখন আর সভা-সমাবেশ কিংবা আগাম প্রচারণায় দেখা মিলছেনা তাদের।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের বাসা, রাজনৈতিক ও ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করে প্রার্থীরা নিজের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন।
দলীয় সূত্র জানায়, পৌরসভার সম্ভাব্য ২ ডজন প্রার্থীর মধ্যে সিংহভাগই ঢাকায় অবস্থান করছেন। অন্যরা এলাকায় আসা-যাওয়ার মধ্যে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
দলীয় নেতাকর্মীরা জানায়, দৃশ্যমানভাবে ফরিদগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার মধ্যে বিভক্তি সুস্পষ্ট। যার ফলে তাদের অনুসারী স্থানীয় নেতাকর্মীরাও বিভক্ত। এর পরিপ্রেক্ষিতে পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক নেতার অনুসারীদের মধ্য থেকে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। এ মুহুর্তে ভোটারদের চাইতে নৌকা প্রতীক প্রাপ্তিই প্রার্থীদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন পৌর নাগরিকরা। উপজেলা আওয়ামীলীগের একনেতা বলেন,‘আমরা ভোটারের মতামতের ভিত্তিতে দলীয় মেয়র প্রার্থীদের নামের তালিকা করে ইতোমধ্যে কেন্দ্রে জমা দিয়েছি। দলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে ভোট করেছে, তাদের নাম না দেয়ার জন্য কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা ছিল। প্রার্থীরা এখন ঢাকায় তদবির করছেন মনোনয়ন পেতে।