মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে গতকাল সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সোমবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসসময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতিসহ সামগ্রীর অবস্থার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর ব্যাপক ভাবে ইফতার মাহফিল না করার অনুরোধ করেন।
সেই প্রেক্ষিতে পৌরসভায়ও আমরা স্বল্পপরিসরে ইফতার মাহফিলের আয়েঢাজন করেছি। যেখানে শুধু পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীরাই উপস্থিত রয়েছে। আশা করি সারা বিশ্বের মতো আমরাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু:সময় কাটিয়ে জাতির পিতার সোনার বাংলা গড়তে সক্ষম হবো।
এসময় উপস্হিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাকির হোসেন, আবুল হাশেম, খোতেজা বেগম , সেলিনা আক্তার যুঁতি,কুসুম বেগম এবং পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।