মামুন হোসাইনঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার ( ২২ এপ্রিল) ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের জনস্রোত।
সকাল ৮ টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে ইমামতি করেন জৈনপুরের পীর সাহেব হুজাইফা আহমেদ সিদ্দিকী। শত শত মুসল্লীদের সাথে ঈদের জামাত আদায় করেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহেমদ লিটন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,ফরিদগঞ্জ বাজার কমিটির সভাপতি ফারুকুল ইসলাম গাজী,
পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী,
সাংবাদিক এম কে মানিক পাঠান,আমান উল্ল্যা আমান,কলাবাগান বাজারের পরিচালক আহসান হাবীব,পৌরসভার ক্যাশিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন,ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান জিয়া সহ পৌর এলাকা থেকে আগত বিভিন্ন মুসল্লিগণ।
ঈদের জামাতের পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।