স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ফরিদগঞ্জের ১১নং পূর্ব চরদুঃখিয়া ইউনিয়নে এক বিধবা নারীর বসতঘর প্রতিপক্ষ কর্তৃক দখলের পায়তার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ৯নং ওয়ার্ডের পশ্চিম আলোনিয়া গ্রামে জয়তুন বেগমের সাথে ঘটেছে। ভুক্তভোগী জয়তুন বেগম মুন্সি বাড়ির স্থায়ী বাসিন্দা এবং মরহুম হারুনুর রশিদ পাটওয়ারী চেয়ারম্যানের স্ত্রী।
২১ জুন বুধবার বিকালে ঘটনা প্রসঙ্গে জয়তুন বেগম বলেন, আমার স্বামী ২ বিবাহ করেছিলেন। এখন তিনি মারা যাওয়ার এতো বছর পরে তাঁর ২য় স্ত্রী তানহা গংরা আমার বসতবাড়ি জোর পূর্বকভাবে দখল ও আসবাবপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
জয়তুন বেগম আরও বলেন, শাকিলের সাহায্যে ওই তানহা গং রাতের আঁধারে আমার বসতঘরের আসবাবপত্র চুরি করেছে দিছে এবং বিদ্যুৎ ও পানির লাইন পর্যন্ত কেটে দিয়েছে। এমনকি ওরা জোর পূর্বকভাবে আমার বসতঘরে ডিস ও ওয়াইফাই ব্যাবসা পরিচালনা করে আসছেন। আমি এই ঘটনায় ন্যায় বিচার পেতে চাঁদপুরের আদালতে মামলা দায়ের করি। মামলা নং-৬১৫।
অভিযোগ প্রসঙ্গে মাহমুদুর রহমান তানহা বলেন, জয়তুন বেগম আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। মূলত ওই বসতঘরের কোন দলিল ও কাগজপত্রই তার নামে নাই। আশা করছি ন্যায় বিচার আমরাই পাবো।