মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম মনোনিত করা হয়েছে।
গত ৩০ আগস্ট মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে এক জরুরি সভায় নিয়োগ কমিটির সুপারিশক্রমে ইমাম পদে মোঃ মাকছুদুল আমিন, মুয়াজ্জিন পদে ওমর ফারুক ও খাদিম পদে মোঃ মাইনুদ্দিন ও মোঃ রাসেল মাহমুদকে মনোনীত করা হয়। ২১ সেপ্টেম্বর বুধবার নিয়োগ পত্র পাঠানো হয়।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।