মামুন হোসাইনঃচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর ১০০তম উপশাখার উদ্বোধন হয়েছে।
বৃহষ্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে রূপসা বাজার উপশাখার ভাচুর্যয়ালী উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কাহী ওসমান আলী। পরে ব্যাংকে আয়োজিত সুধী সমাবেশে এসআইবিএল এর চাঁদপুর শাখার ম্যানেজার সিনিয়র এসিট্যান্ট ভাইসপ্রেসিডেন্ট আব্দুল কাদের।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ভবন মালিক ফজলুল কাদের চৌধুরী মিলন, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খান, ব্যবসায়ী নয়ন শেখ প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।